মরা গরুর মাংস বিক্রির দায়ে জেল-জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে এক মাসের জেল দেওয়া হয়েছে। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আনোয়ার। তিনি পৌরসভার ভাল্লুককান্দি এলাকার নুরু মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বেড়াডোমা এলাকায় বাছেরের একটি বকরা গরু মারা গেলে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে তিন জন মিলে ওই গরুর মাংস বাজারে নিয়ে বিক্রি করছিল। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সুপারিবাগান ওয়াল্টন মোড় বাজারে দিলু মিয়ার মাংসঘরে মরা গরুর মাংস বিক্রি করা হচ্ছে বলে জানতে পারি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আমাদের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী দিলু মিয়া পালিয়ে যায়। এসময় হাতেনাতে মরা গরুর মাংস জব্দ করে দুজনকে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়।’’
তিনি আরও বলেন, ‘‘পরে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা আনোয়ারকে এক মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।’’
ঢাকা/কাওছার/এস