ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আকলিমা, সকলে সুস্থ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আকলিমা, সকলে সুস্থ 

একসঙ্গে জন্ম নেওয়া চার শিশু

খুলনায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মিসেস আকলিমা। বুধবার (১২ ফেব্রুয়ারি) খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চার সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে।

সিজারিয়ান অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, আকলিমা একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে। সবাই সুস্থ আছে। এতে তারা দারুণ খুশি।

আরো পড়ুন:

মিসেস আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে চার সন্তান পেয়ে উচ্ছ্বসিত। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমাও। আকলিমা বলেন, ‘‘আমি ভালো আছি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরণে খুব খুশি।’’

চিকিৎসকরা জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম বিরল ঘটনা। এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল।

ডা. আমিনা জান্নাত পিয়া জানান, আকলিমার এটি দ্বিতীয় গর্ভধারণ। আকলিমা জানতেন গর্ভে জমজ বাচ্চা রয়েছে। যখন তিনি হাসপাতালে আসেন, তখন ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গর্ভে বাচ্চা ছিল উল্টা পজিশনে। এ জন্য তাকে জরুরি অপারেশন করা লাগে। অপারেশন করে পরপর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়।

হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং বাচ্চাদের সুস্থ রাখতে কাজ করছে বলে জানান তিনি।
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়