ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত

অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ (৪২) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে রাজশাহী জেলায় ১০ জন ও মহানগরে ৪ জন গ্রেপ্তার হয়েছে।

যুবলীগ নেতা ইয়াসির আরাফাত সৈকতকে গ্রেপ্তার করেছে জেলার গোদাগাড়ী থানা-পুলিশ। এছাড়া গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেককে গোদাগাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ইয়াসির আরাফত সৈকত ছাড়াও বাগমারা থানার মামলায় জেলা যুবলীগের সহ-সভাপতি নাইম ইসলাম, উপজেলা কৃষকলীগের অর্থ সম্পাদক জালাল উদ্দিন, চারঘাট থানার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুর গ্রেপ্তার হয়েছেন।

আরো পড়ুন:

এদিকে রাজশাহী নগর পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. অভিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ঢাকা/কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়