ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে: হাসনাত 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:২৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫
নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে: হাসনাত 

হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না, আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবই।’’ 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিনদিন ব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘‘আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়। আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়। এটি খুবই দুঃখজনক। আমি বলব, আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন। ওই স্বপ্নে পৌঁছে দেয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব।’’

শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত বলেন, ‘‘তোমাদের স্বপ্ন দেখতে হবে। দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন, সবগুলো স্টল ঘুরিয়ে দেখান এবং মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কী শেখতে পেরেছে?’’  

দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। ফেস্টের উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এর আগে হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টে ৩৯টি স্টল রয়েছে। 

এদিকে, মেলায় বিকালে আসেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। খালি গলায় মঞ্চ মাতিয়েছেন তিনি। পরে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। রাতে আভাস ব্যান্ডের শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন করা হয়। 

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়