ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েট ভিসির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের চিঠি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫
কুয়েট ভিসির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের চিঠি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ, প্রো-ভিসি অধ্যাপক শরিফুল ইসলামের অপসারণ এবং নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই চিঠি পাঠানো হয়। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বরাবর পাঠানো চিঠিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের ৯৩তম (জরুরি) সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা কুয়েট ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়। ওই মিছিলে কুয়েট ছাত্রদলের কর্মীরা এসে হুমকি দেয়। সেই প্রেক্ষিতে কুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীরো স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। হামলায় কুয়েটের শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং চার ঘণ্টা হামলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। এতে সকল শিক্ষার্থী ভিসি, প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করি। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি’’

শিক্ষার্থীরা উল্লেখ করেন, অভিভাবকহীন ও অনিরাপদ কুয়েট ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চলমান করার জন্য অতিদ্রুত নতুন ভিসি এবং প্রো- ভিসি  নিয়োগ দেওয়ার দাবি জানানো হচ্ছে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়