ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাতকড়া খুলে পালানো সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৩ মার্চ ২০২৫   আপডেট: ১৭:১০, ১৩ মার্চ ২০২৫
হাতকড়া খুলে পালানো সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার শহিদুল ইসলাম

ঢাকায় আদালতের সিঁড়ির নিচ থেকে হাতকড়া খুলে পালানো গণধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তার শহিদুল হক কিশোরগঞ্জের তাড়াইল থানার সেকেন্দারনগর এলাকার রোকন মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রাত পৌনে ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকা থেকে শহীদুলকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার শহিদুল ইসলাম ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গণধর্ষণ মামলার প্রধান আসামি। গত ১৭ ফ্রেব্রুয়ারি কেরাণীগঞ্জ মডেল থানা থেকে শহিদুল ইসলামসহ ১২ জনকে হাতকড়া ও কোমরে রশি লাগিয়ে ঢাকার জজ কোর্ট হাজতখানায় নিয়ে যায়। পরে হাজতখানা থেকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার উপস্থাপনের জন্য রওয়ানা করেন। আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে নিয়ে যাওয়ার সময় আসামি শহিদুল ইসলাম কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

আদালত প্রাঙ্গণ থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি ঢাকা পুলিশ কন্ট্রোল রুম থেকে দেশব্যাপী জানানো হয়। সেখান থেকে জানানোর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

ময়মনসিংহ র‍্যাব-১৪'র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিকে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়