ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১০:১১, ২৩ মার্চ ২০২৫
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে

রবিবার সকালে সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী টহল ফাঁড়িসংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (২৩ মার্চ) সকালে বন বিভাগের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আজ সকালে ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ রাইজিংবিডিকে বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও শনিবার রাত ৯টা থেকে বন বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বন রক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফলে সকালের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।”

আজ সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ন্ত্রণে আসা আগুন আর ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না বা সেই বিষয়ে কাজ করছে।  

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ জানতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টার দিকে কলমতেজি টহল ফাঁড়িসংলগ্ন বনে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। দুপুরের দিকে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। 

ঢাকা/শহিদুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়