ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৩৪, ২ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে টানা তিন দিন একই স্থানে দুর্ঘটনা, নিহত ১৬

বুধবারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় টানা তিন দিন দুর্ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় নিহত হয়েছেন ১৬ জন। আহত হয়েছেন আরো কয়েকজন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘‘গত সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একই স্থানে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।’’

আরো পড়ুন:

‘‘‘এর মধ্যে, সোমবার ঈদের দিন বাস-মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। ঈদের পরদিন মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ যায় একজনের। সর্বশেষ বুধবার বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন।’’- যোগ করেন তিনি।

বুধবারের বাস-মাইক্রোবাস সংঘর্ষের বর্ণনা দিয়ে ইমন নামের এক বাসযাত্রী বলেন, ‘‘রিল্যাক্স পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে চলতে থাকে। সে সময় বাসের গতি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটারের কাছাকাছি ছিল। একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।’’

আরো পড়ুন: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চট্টগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষ

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়