ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:২৯, ১৬ এপ্রিল ২০২৫
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর গ্রামের জসীম উদ্দিনের ছেলে সাকিব (১৮) ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সজীব (২০)।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে বালুবাহী একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বালুভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের কেবিনে বসা দুইজন মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়