ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:৪৫, ১৬ এপ্রিল ২০২৫
কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ফটো

হলে আটকে রেখে দুই শিক্ষার্থীকে মারধর ও নির্যাতনের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক উপ-উপাচার্য ড. সোবহান মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

গত সোমবার নগরীর খানজাহান আলী থানায় মামলা দুটি নথিভুক্ত করা হয়। মামলার বাদী কুয়েটের সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান ও মাহদী হাসান। মঙ্গলবার (১৫ এপ্রিল) মামলার নথিপত্র আদালতে পাঠানো হলে তথ্যটি প্রকাশ পায়।

আরো পড়ুন:

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘‘২০১৭ সালের ১ মে রাতে লালন শাহ হলের গেস্ট রুমে লুৎফর রহমান নামের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। এতে ওই শিক্ষার্থীদের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়।’’

‘‘একই রাতে মাহদী হাসান নামের শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছর ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগীরা খুলনা মহানগর হাকিমের আদালতে মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে।’’- যোগ করেন তিনি।

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়