ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে ভাড়া বাসায় মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৯ এপ্রিল ২০২৫  
মুন্সীগঞ্জে ভাড়া বাসায় মিলল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় জুয়েল মিয়া (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জুয়েল মিয়া যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের অহিদুল ইসলামের ছেলে। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে ভাড়া বাসায় থাকতেন ও হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আরো পড়ুন:

নিহতের প্রতিবেশী আব্দুল মতিন বলেন, ‘‘ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠতেন জুয়েল। কিন্তু, আজ উঠেনি। পরে তাকে ডাকাডাকি করি। দীর্ঘ সময় পরেও গেট না খোলায় বাড়ি মালিককে ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দেওয়া হয়।’’

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়