ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৪ এপ্রিল ২০২৫  
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ৪৮৫ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট, কসমেটিকস, ৬৩ বোতল মদ ও ১৮ বোতল বিয়ার জব্দ করা হয়।

বুধবার (২৩ এপ্রিল) ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কালিগ্রামের অধির বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (২৭), ফরিদপুর জেলার বোয়ালমার থানার কালিনগরের নিখিল চন্দ্র বালার ছেলে সম্রাট বালা (৩১), বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি গ্রামের হোসেন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার তেলাটুপি গ্রামের মহিদুল ইসলামের ছেলে আল মামুন (২৭), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে দেবাষিশ বিশ্বাস (৩৬)। আটককৃতদের মধ্যে ৪ জন নারী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার উথুলি, মাটিলা, মাধবখালি, খোশালপুর ও কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়