ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশাসনে আ.লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪৩, ২৫ এপ্রিল ২০২৫
প্রশাসনে আ.লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: রিপন

আসাদুজ্জামান রিপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “প্রশাসনে ধীরে ধীরে আওয়ামী লীগের লোকদের পুর্নবাসন পক্রিয়া চালু হয়েছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার বিশেষ সহকারী নামে আওয়ামী লীগের লোকদের পুর্নবাসন করা হচ্ছে।” 

তিনি বলেন, “যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন, দুর্নীতির সঙ্গে ছিলেন এবং যারা গণতান্ত্রিক পক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সমস্ত লোকদের আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন।”

আরো পড়ুন:

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপনসহ ১১ দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ভুল তথ্য দিয়ে এবং বাস্তবতা আড়াল করে পতিত স্বৈরাচার সরকারের লোকজনকে প্রশাসনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে এবং ৫ আগস্টের চেতনা নষ্ট হচ্ছে।”

তিনি বলেন, “৫ আগস্ট শুধু স্বৈরাচার সরকারের পতনের জন্য হয়নি। ৫ আগস্ট হয়েছে, স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য।”

আসাদুজ্জামান রিপন বলেন, “অপরিকল্পিত, অবৈধ বালু উত্তোলনের করে দেশকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বালু সন্ত্রাসীরা। নদী শেষ হয়ে যাচ্ছে, গ্রাম শেষ হয়ে যাচ্ছে।” বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন হলুদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল খা। এতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা বক্তব্য রাখেন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়