ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:২৭, ৩০ এপ্রিল ২০২৫
জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ফটো

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রকাশ চিন্ময় প্রভু।   

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। 

আরো পড়ুন:

চিন্ময়ের আইনজীবি অপূর্ব কুমার ভট্টাচার্য জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। 

আদালত সূত্র জানায়, জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দেন। আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

বিষয়টি একই বেঞ্চে গত ১৯ মার্চের কার্যতালিকায় ওঠে। সেদিন আদালত রুল শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার রুলের শুনানি অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়