ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আদালতে হাজির করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২৬ নভেম্বর ২০২৪  
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামে আদালতে হাজির করা হয়েছে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আদালতে তোলা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়।

এর আগে সোমবার (২৫ নভেম্বর)  বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

চিন্ময় কৃষ্ণকে আদালতে আনার পূর্বে পুরো আদালত ভবনে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এর মধ্যে আদালত চত্বরে বিপুল সংখ্য সনাতনী জাগরণ সংঘের নেতাকর্মীরা সমবেত হয়েছেন। 

ঢাকা/রেজাউল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়