ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ৩ মে ২০২৫   আপডেট: ১৮:০৮, ৩ মে ২০২৫
ভাসানচর থেকে পালানো ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে আটক

ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে শনিবার দুপুরে আটক করে র‌্যাব

চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্র পাড় থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। শনিবার (৩ মে) দুপুরে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা নোয়াখালীর ভাসানচর  ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হােসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, কিছু রোহিঙ্গা চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছে বলে গোপন সূত্রে খবর আসে। আজ শনিবার দুপুরে র‌্যাব-৭ পতেঙ্গা খেজুরতলা বেড়িবাঁধ  এলাকায় অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করে। 

আটক রোহিঙ্গারা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে ভাসানচর এলাকার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে তারা পতেঙ্গা সী-বিচ এলাকায় অবস্থান করছিলেন। 

আটককৃত রোহিঙ্গাদের চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৭।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়