কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামে ভুট্টাক্ষেত থেকে জান্নাতি (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও কাগজীপাড়া উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত কিশোরীর বোন মোরশেদা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ মজিবর খন্দকারের লোকজন গত রাত ৩টার দিকে তাদের বাড়ির খড়ের পালায় আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘর থেকে বের হন জান্নাতি। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে, তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/সৈকত/রাজীব