ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১১ মে ২০২৫  
দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রবিবার (১১ মে) বিকেলে বিজিবি ৪২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে, ভোররাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আব্দুর কাদের (২৮), বোনগ্রামের শ্রী সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগরের শ্রী সূর্য রায় (২২)।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘‘বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলার কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চারা বাংলাদেশিকে আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানান, কাজের সন্ধানে সাত থেকে আট মাস পূর্বে দালালের মাধ্যমে ভারতে যান তারা। আজ আবার দালালের মাধ্যমেই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। আটককৃতদের বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়