সিলেট থেকে মদিনার পথে প্রথম হজ ফ্লাইট
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৮ জন হাজী ও ৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশের (বিজি-২৩৭) হজ ফ্লাইট।
ফ্লাইটটিতে থাকা ৩৫০ জন হজযাত্রী সিলেটের, বাকি ৫৮ জন ঢাকার। ৯ জন সাধারণ যাত্রী ছিলেন। মোট ৪১৯ জন নিয়ে যাওয়ার কথা থাকলেও ৪১৭ জনকে নিয়ে ছেড়ে গেছে ফ্লাইটটি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, “এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন।”
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, “সিলেট টু মদিনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকি চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে দুপুর ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।”
হজ এজেন্সির মালিকরা জানান, আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরো চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজে যাবেন, তাদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে।
এদিকে, সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.)-এর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।
ঢাকা/নূর/মাসুদ