ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

রেললাইনের ওপর পড়ে ছিল খণ্ড-বিখণ্ড মরদেহ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ১৭ মে ২০২৫   আপডেট: ১৬:১৪, ১৭ মে ২০২৫
রেললাইনের ওপর পড়ে ছিল খণ্ড-বিখণ্ড মরদেহ

মাদারীপুরের শিবচরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে উপজেলার পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মধ্য বয়সী পুরুষ।

স্থানীয়রা জানান, সকালে রেললাইনের ওপর খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে মনে হচ্ছে।

আরো পড়ুন:

রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান শিকদার বলেন, ‘‘নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়