ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে হত্যা মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১৯ মে ২০২৫  
হবিগঞ্জে হত্যা মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন

হবিগঞ্জ শহরের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে হবিগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম কামাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আজিম হোসেন খান ওরফে সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্দা ও শহরের বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী।

আরো পড়ুন:

আদালতের পেশকার তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘রায় ঘোষণার সময় সোহাগ পলাতক ছিলেন। মামলায় তারা মিয়া নামের অপর আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ জুলাই রাতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার সোমা স্টোরের মালিক গৌরাঙ্গ দাস নিখোঁজ হন। দুইদিন পর ২৮ জুলাই চুনারুঘাট শহরের পাশে খোয়াই নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তার ভাই আইনজীবী রাজ গোপাল দাস চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর। পিবিআই সোহাগ ও তারাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে সোহাগ গ্রেপ্তার হলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়