ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় সাবেক যুবদল নেতার পরিত্যক্ত ঘরে মিলল অস্ত্র

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২০ মে ২০২৫   আপডেট: ১৯:২৭, ২০ মে ২০২৫
কুষ্টিয়ায় সাবেক যুবদল নেতার পরিত্যক্ত ঘরে মিলল অস্ত্র

ফাইল ফটো

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান রুবেলের একটি পরিত্যক্ত ঘর থেকে রিভলবার, দুই রাউন্ড তাজা গুলিসহ বিভিন্ন ধরনের দেশী অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনাকে ‘প্রতিপক্ষের রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন স্থানীয় বিএনপির এক নেতা। 

মঙ্গলবার (২০ মে) ভোরে উপজেলার বামনপাড়া এলাকার ওই ঘর থেকে অস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হওয়া অন্য অস্ত্রের মধ্যে ছিল- কুড়াল ও বল্লম। ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, মনিরুজ্জামান রুবেলের বাসার একটি পরিত্যক্ত ঘরের খড়কুটোর নিচ থেকে অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।  

উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল বলেন, “ফাঁসানোর জন্য প্রতিপক্ষ আমার একটি পরিত্যক্ত ঘরে অস্ত্র লুকিয়ে রেখে গেছে। এ অস্ত্র সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জানবার হোসেন বলেন, “উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুরুজ এবং কৃষি বিষয়ক সম্পাদক বাবলু ষড়যন্ত্র করে মনিরুজ্জামান রুবেলের পরিত্যক্ত ঘরে অস্ত্র রেখে আসেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িত।” 

নিজেকে বিএনপি কর্মী দাবি করে মোজাম্মেল হক সুরুজ বলেন, “যৌথ বাহিনীর নিয়মিত অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে, এতে আমাদের সম্পৃক্ততার প্রশ্নই আসে না। জানবার চেয়ারম্যান মিথ্যা প্রচার চালাচ্ছেন।”

ভেড়ামারা থানার (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বিত অভিযানে অস্ত্র উদ্ধার হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়