বরগুনায় দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরগুনায় পৃথক স্থান থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে সদরের খাজুরা এলাকার কলাবাগান থেকে নাঈম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, দুপুর ১টার দিকে পৌর শহরের পশু হাসপাতাল সড়কের একটি বাসা থেকে রোজী (৪৭) নামের মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নাঈমের মা কুলসুম বেগম বলেন, ‘‘গত তিন দিন ধরে নাঈম নিখোঁজ ছিল। অনেক যায়গায় খোঁজাখুঁজির পরেও না পেয়ে ভেবেছিলাম, হয়তো রাগ করে বাড়ি ফিরছে না।’’
রোজীর বাবা মকবুল হোসেন বলেন, ‘‘চার দিন ধরে রোজীর মোবাইলে ব্যবহৃত নম্বর বন্ধ ছিল। আজ দুপুরে ওর বাসায় গিয়ে মালিকের সহযোগিতায় ঘরের তালা ভেঙে বাথরুমে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেই।’’
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘পৃথক স্থান থেকে এক যুবক ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ‘‘পৃথক মরদেহ উদ্ধারের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব