ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে দিল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২২ মে ২০২৫   আপডেট: ১৬:৪৬, ২২ মে ২০২৫
এবার খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৫ জনকে ঠেলে দিল বিএসএফ

এবার খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়রা তাদের ঘোরাঘুরি করতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি কুড়িগ্রামের চর সুপার গ্রামে। গত ১০ বছর ধরে তারা ভারতের গুজরাটে বসবাস করে আসছিলেন।

আটককৃতরা হলেন-  উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’’

গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা/রূপায়ন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়