ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ মে ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩)  নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) সকালে নবীনগর উপজেলা ভৈরবনগর এলাকায় তার মৃত্যু হয়। 

আবু বক্কর নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের হাওলাদার বাড়ির তারেক জিয়ার ছেলে। নানার বাড়িতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিহত শিশুর নানি শিল্পী বেগম জানান, তার মেয়ে ঝুমা আক্তার ও তার ছেলে বেড়াতে আসে। আবু বক্কর উঠানে খেলছিল। সকালে বাজার থেকে তার নানা লিচু এনে আবু বক্করকে খেতে দেয়। লিচু খাওয়ার সময় বিচিটি গলায় আটকে যায়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে, সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের রাধিকা এলাকার বিদ্যুৎপৃষ্ট হয়ে লব মিয়ার ছেলে লিটন মিয়া (৩০) মারা গেছে। 

শনিবার (২৪ মে) সকালে পাশের বাড়িতে বিদ্যুতিক কাজ করার সময় লিটন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. শাকিল এই দুই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

ঢাকা/মনিরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়