নাটোরে মাটি ধসে পড়ে প্রাণ গেল শিশুর
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ধসে পড়া মাটির নিচে নিচে চাপা পড়ে মোস্তাকিম আহমেদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে সাকিব হোসেন (১২) নামে অপর এক শিশু।
সোমবার (২৬ মে) দুপুরে বাগডোব গড়িলা বিলে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মোস্তাকিম উপজেলার খাকসা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আহত সাকিব একই গ্রামের আবু তাহেরের ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার জানান, বাগডোব গড়িলা বিলে কাবিখা প্রকল্পের কাঁচা রাস্তা মেরামতের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। রাস্তার পাশে একটি গর্তে বৃষ্টির মধ্যে কয়েকজন শিশু খেলা করছিল। বৃষ্টিতে মাটি নরম হয়ে দুই শিশুর ওপর ধসে পড়ে। এ সময় মোস্তাকিম মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহত সাকিবকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা/আরিফুল/মাসুদ