ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৬ মে ২০২৫   আপডেট: ১৯:১৭, ২৬ মে ২০২৫
কমলগঞ্জ সীমান্ত দিয়ে ২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করেছে বিজিবি।

সোমবার (২৬ মে) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মতেরবল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, ছয়জন নারী ও আটজন শিশু। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি। 

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২১ জনক আটক করা হয়। পরিচয় যাচাই-বাছাই শেষে জানা যায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠিয়েছে।

বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

আটকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর থানার দেওয়াবের খামার গ্রামের মো বেলাল হোসেন (৪৫), রাশেদা বেগম (৩৫), ফুলবাড়ি উপজেলার শিমুল বাড়ি গ্রামের মো. মজিবুল (২২), সেলিনা (২০), মৌপিতা (৩), মরিয়ম (৮ মাস), মো. গোলদার (৫০), আনজু (৪০), রাশেদুল (২০), জেসমিন (৮), রাঙ্গামাটি গ্রামের মো. আশরাফ (৪০), রাহেনা (৩০), রায়হান (৮), আশা মনি (১৮), মো. আখের আলী (২৩), তৈয়ব আলী (৪৫), ইব্রাহিম (২ মাস), খাদিতা (২), নাগেশ্বরী উপজেলার পশ্চিম শুকাতি গ্রামের মো. নাজমুল হাসান (২৪), ইনচার আলী (৫০), হামিদা বেগম (২০) ও রাবেয়া খাতুন (২)।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, “এখনো আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর তাদের বিষয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে, রবিবার (২৫ মে) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা নারী ও শিশুসহ ১২১ জনকে আটক হন। আটকের বিষয়টি নিশ্চিত করেছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান। 

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি ক্যাম্পের সদস্যরা ৭৯ জনকে এবং পাল্লাথল বিজিপি ক্যাম্পের সদস্যরা ৪২ জনকে আটক করে। পরিচয় যাচাই-বাছাই শেষে আটককৃতদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি।

ঢাকা/আজিজ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়