ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

কুশখালী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ২২ জনের বাড়ি কুড়িগ্রামে: পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৭ মে ২০২৫   আপডেট: ১৮:৪৫, ২৭ মে ২০২৫
কুশখালী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া ২২ জনের বাড়ি কুড়িগ্রামে: পুলিশ

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) রাতের কোনো এক সময় তাদের বাংলাদেশের ভেতর পাঠানো হয়। পরে তাদের আটক করে বিজিবি।  

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, “ঠেলে দেওয়া ২৩ নারী-পুরুষ ও শিশু বাংলাদেশি নাগরিক। তাদের ২২ জনের বাড়ি কুড়িগ্রম জেলায়। একজনের বাড়ি ঝালকাঠিতে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে বুধবার (২৮ মে) তাদের জিম্মায় আটককৃতদের দেওয়া হবে।”

বিজিবি কুশখালী বিওপির কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বলেন, “আটককৃতদের মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ এবং ৯ জন শিশু। সীমান্ত থেকে সকালে উদ্ধার করে বিজিবি সদস্যরা তাদেরকে কুশখালী বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখে। পরে তাদের ৩৩ বিজিবি ব্যাটলিয়ানে পাঠানো হয়।”

আরো পড়ুন:

বিজিবি সূত্র জানায়, আটককৃতরা জানান, তারা অধিকাংশই ভারতের হরিয়ানা রাজ্যের বিভিন্ন ইটভাটায় ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গত ৯ মে ভোরের দিকে ভারতীয় কর্তৃপক্ষ সুন্দরবনের শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিককে রেখে যায়। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন। তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়