উত্তপ্ত সুনামগঞ্জে স্বস্তির বৃষ্টি
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জেলা শহরে বৃষ্টি নামে
সুনামগঞ্জে গত কয়েকদিন ধরে তীব্র গরমে পড়ছে। অবশেষে জেলায় বৃষ্টি নেমেছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আজ বুধবার (২৮ মে) সকাল থেকে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। বিকেল ৩টার পর থেকে সুনামগঞ্জের আকাশে মেঘের আনাগোনা দেখা যায়। তার কিছুক্ষণের মধ্যে ঝড়ো বাসা শুরু হয়ে বৃষ্টি নামে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার (২৮ মে) সিলেট অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ৩টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ।
এ বছর সুনামগঞ্জে মে মাস থেকে তাপমাত্রা বাড়তে থাকে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। বিকেলে বৃষ্টিপাত শুরু হলে সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচে।
সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিজান আহমেদ রাইজিংবিডি-কে বলেন, ‘‘গরমে অবস্থা খারাপ ছিল। বিকালে বৃষ্টি হওয়ায় ভালো লাগছে। দেখেন না বৃষ্টিতে ভিজে গেছি, তবুও ভালো লাগছে।’’
শহরের আরেক বাসিন্দা আমির আরাফাত বলেন, ‘‘অফিসে কাজ করা আজ অনেক কষ্ট হয়েছে। একদিকে গরম অন্য দিকে বিদ্যুতের লোডশেডিং। বৃষ্টি হওয়ায় এখন শান্তি লাগছে।’’
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সজিব আহমদ চৌধুরী রাইজিংবিডি-কে বলেন, ‘‘দুপুরের পরে সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলের আজকের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৬ মিলিমিটার। সুনামগঞ্জ-সিলেটে আগামী ৭২ ঘণ্টার বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে।’’
তিনি আরো জানান, আজকে দুপুর ৩টা পর্যন্ত সিলেট অঞ্চলের ছিল তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস। বিকেলে অবশ্য তাপমাত্রা কমে যায়।
ঢাকা/মনোয়ার/বকুল