ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৬

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৩১ মে ২০২৫   আপডেট: ১৭:৫২, ৩১ মে ২০২৫
মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৬

ট্রলারডুবি ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তিরা

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পর ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ও হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ৪ পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ভাসানচর থেকে হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করে। ৭ থেকে ৮ কিলোমিটার দূরে যাওয়ার পরই করিমবাজার সংলগ্ন ডুবারচরে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

হাতিয়া থানার ওসি বলেন, ‘‘৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে, ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।’’

ঢাকা/সুজন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়