রাইজিংবিডি ডটকমে সংবাদ
যৌন হয়রানির অভিযোগ ওঠা কর্মকর্তাকে বদলি
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘থেরাপিস্টের ভূমিকায় প্রশাসনিক কর্মকর্তা, যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে রাইজিংবিডিতে সংবাদ প্রচারের পর অভিযুক্ত কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীকে বান্দরবান বদলি করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত সোমবার (২ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এস এম নোমান হাসান খানের স্বাক্ষরিত এক আদেশে তাকে বরগুনা থেকে বান্দরবান বদলি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনার কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীকে বান্দরবান বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত ২৭ মে বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ‘থেরাপিস্টের ভূমিকায় প্রশাসনিক কর্মকর্তা, যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রচার হয় রাইজিংবিডিতে।
ঢাকা/ইমরান/রাজীব