ঢাকা-টাঙ্গাইল সড়কের ২৩ কিলোমিটারে গাড়ির চাপ
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ধীর গতিতে চলেছে যানবাহন। বৃহস্পতিবার সকালে তোলা ছবি
সড়ক পথে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি গাড়ি চলাচল করছে এই সড়কে। তবে, বুধবার (৪ জুন) মধ্যরাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় মহাসড়কের ২৩ কিলোমিটার অংশে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টা পর্যন্ত যা অব্যাহত আছে।
খুব ধীর গতিতে গাড়ি চলায় ঈদে ঘরমুখো উত্তরাঞ্চলগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে বেশি।
বগুড়াগামী ট্রাক চালক গোপাল মিয়া বলেন, “মধ্যরাত টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস থেকে যানজট পেয়েছি। এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক আসতে আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে। গরমে খুব কষ্ট হচ্ছে।”
বাস যাত্রী হেনা বেগম বলেন, “গাড়ি খুব ধীরে এগোচ্ছে। সন্তানকে নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় ৩ ঘণ্টা ধরে এই অবস্থায় আছি। মধ্যরাতে গাজীপুরের চন্দ্রায় যানজটে ছিলাম।”
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, “চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ