ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

পটুয়াখালীর ২২ গ্রামে ঈদ উদযাপন

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৬ জুন ২০২৫   আপডেট: ১০:০৪, ৬ জুন ২০২৫
পটুয়াখালীর ২২ গ্রামে ঈদ উদযাপন

ঈদের জামাত শেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। শুক্রবার তোলা ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২টি গ্রামের ২৫ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন। 

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় জেলার কলাপাড়া উপজেলার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এই দুই মসজিদে অনুষ্ঠিত নামাজে সবেচেয়ে বেশি মুসল্লি অংশ নেন। 

এছাড়া, পটুয়াখালী সদর উপজেলার চার, কলাপাড়ার আট, রাঙ্গাবালির দুই, গলাচিপার তিন, দুমকির দুই ও বাউফল উপজেলার তিন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে এসব গ্রামের মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন এসব গ্রামের মানুষ। তারা স্থানীয়ভাবে চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। 

বদরপুর দরবার শরীফে ঈদের জামাতে অংশ নেওয়া তুহিন কাজী বলেন, “সন্তানকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছি। পশু কোরবানি করেছি। নামাজের পরে বিশেষ মোনাজাতে পরিবারের সবার রোগ মুক্তি কামনা এবং প্রতিবেশীসহ সবার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি।” 

উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে জামাতে অংশ নেওয়া ৮০ বছর বয়সী আবদুল গনি মিয়া বলেন, “আমি ছোট থেকেই পৃথিবীর যে কোনো দেশে ঈদের চাঁদ দেখার পরের দিন ঈদের নামাজ আদায় করে আসছি। আমার বাবাও তাই করতেন।”

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম সৈয়দ আরিফ বিল্লাহ মাদানী বলেন, “আমরা ঈদের নামাজ পড়ে বাংলাদেশসহ পৃথিবীর সব মুসল্লির শান্তি কামনায় দোয়া করেছি।”

ঢাকা/ইমরান/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়