ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ১৩ জুন ২০২৫   আপডেট: ২০:৪১, ১৩ জুন ২০২৫
নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

সালমা আক্তার। ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ায় সালমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সালমা আক্তার ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন। শহিদুল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ি আসেন শহিদুল। রাতে সালমার সঙ্গে শহিদুলের ঝগড়া হয়। শুক্রবার সকালে দুজনকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে।

বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের জঙ্গলে সালমার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘সালমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শরিফুল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়