ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দীঘিনালায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ জুন ২০২৫  
দীঘিনালায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।

মারা যাওয়া শিশুর নাম মো. আরিয়ান। সে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের মাইনি নদীতে গেলে প্রবল স্রোতে ভেসে যায় আরিয়ান। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তাকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা ব্যর্থ হলে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। দুপুর পৌনে ৩টার দিকে তারা শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‍‍“রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আরিয়ানের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করে। আইনি সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত কুমার সাহা জানান, মাইনি নদীতে নিখোঁজ হওয়া শিশুকে রাঙামাটি থেকে আসা ডুবুরি দল উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ মে মাইনী নদীতে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়