নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আব্দুস সালাম ফকির। ফাইল ফটো
মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর আব্দুস সালাম ফকির (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে নিখোঁজ হন আব্দুস সালাম। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। নিখোঁজের ১৭ দিন পর শনিবার একটি পাটক্ষেতে আব্দুস সালামের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, ‘‘ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’’
ঢাকা/বেলাল/রাজীব