ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুলকুমার নদে ডুবে ২ শিশুর মৃত্যু 

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৫ জুন ২০২৫  
ফুলকুমার নদে ডুবে ২ শিশুর মৃত্যু 

ফুলকুমার নদে ডুবে যাওয়া শিশুদের উদ্ধারে চেষ্টা করেন এলাকাবাসী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ফুলকুমার নদে মাছ ধরার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী এলাকায় মারা যায় তারা। 

মারা যাওয়া ইব্রাহীম আলী (৮) একই এলাকার আজিজুর রহমানের ছেলে। তাবাসসুম (৯) আব্দুর রহমানের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, ইব্রাহীম আলী, তাবাসসুম ও প্রতিবেশী আল-আমিনের ছেলে মাহাবুর রহমান তিনজন মিলে বাড়ির পাশের ফুলকুমার নদে নেমে ছোট জাল দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে তারা ডুবে যায়। আশেপাশের লোকজন গিয়ে মাহাবুর রহমানকে জীবিত উদ্ধার করে।

আধা ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাবাসসুমকে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘণ্টাখানেক পর উদ্ধার হয় ইব্রাহীম আলীর মরদেহ।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়