ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৭ জুন ২০২৫   আপডেট: ১৬:৩৪, ১৭ জুন ২০২৫
নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে 

আবু রায়হান নেহাল

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬) জুন রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। ফুলপুর থানার ওসি আব্দুল হাদী এ তথ্য জানান। 

আরো পড়ুন:

মারা যাওয়া নেহাল উপজেলার ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সে ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্র জানায়, নেহাল গত ১৩ জুন শুক্রবার রাত ১১টার দিকে ভাইটকান্দি সখল্যা মোড় থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। গতকাল সোমবার রাত ১০টার দিকে সখল্যা গ্রামের সোবহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে ট্যাঙকের ঢাকনা সরিয়ে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, ‍“ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাদী আজ এজাহার দিলে বিস্তারিত বলা যাবে। দোষীদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়