ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ১৭ জুন ২০২৫  
দিনাজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে থাকা একটি পুকুরে মারা যায় তারা। পার্বতীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার হুগলি পাড়ার মোশারফ হোসনের মেয়ে মুশফিকা আক্তার মিম (৯) এবং একই এলাকার আতাউর রহমানের মেয়ে আছিয়া (৭)। 

পার্বতীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আজ মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের চত্বরে থাকা একটি পুকুরে গোসল করতে নামে মিম ও আছিয়া। এসময় দুই শিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে মিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আছিয়াকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল দুইটির চিকিৎসকরা মিম ও আছিয়াকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হেসেন বলেন, “উপজেলা পরিষদ চত্বরে থাকা একটি পুকুরের পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।” 

তিনি আরো বলেন, “পরিষদের ওই পুকুরে গোসল না করার জন্য প্রতিনিয়ত সবাইকে নিষেধ করা হয়। এরপরও সবাই গোসল করেন। আমি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য মর্মাহত।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়