ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপগঞ্জে বালু নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৭ জুন ২০২৫  
রূপগঞ্জে বালু নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সৃজন সাহার (২৮) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়ার ৪০ ঘণ্টা পর মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এবং পূর্বাচল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নানার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে রূপগঞ্জ উপজেলায় যান সৃজন সাহা। গত রবিবার উপজেলার ইছাপুরা এলাকার বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

সৃজন সাহার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার কাশীপুর এলাকায়। তিনি নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। 

মারা যাওয়া যুবকের ছোট ভাই সূর্য সাহার ধারণ করা মোবাইলের ভিডিওতে দেখা যায়, নদীতে সাঁতরে কিছু দূর যান সৃজন সাহা। স্রোতের তীব্রতায় তিনি আর তীরে ফিরতে পারেননি। ছোট ভাইয়ের সামনেই পানিতে তলিয়ে যান সৃজন সাহা। 

স্থানীয়রা জানান, ঘটনাটি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নদীতে সৃজন সাহের সন্ধানে অভিযান চালায়। তারা তাকে উদ্ধার করতে পারেননি। আজ মঙ্গলবার সকালে খিলক্ষেত থানার বালু নদীর পাতিরা এলাকা থেকে সৃজন সাহার মরদেহ উদ্ধার হয়।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়