ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

কলাপাড়ায় রেকর্ড বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৮ জুন ২০২৫   আপডেট: ১২:৪২, ১৮ জুন ২০২৫
কলাপাড়ায় রেকর্ড বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা

কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। 

তবে মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। এদিন সকাল নয়টা থেকে বুধবার (১৮ জুন) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

টানা বৃষ্টিতে সব কিছুতে স্থবিরতা নেমে এসেছে। বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষজন। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে পটুয়াখালীসহ দেশের ১৭ নদী বন্দর সমূহের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকার মৌসুমী কাঁঠাল বিক্রেতা কালাম হোসেন বলেন, “৩ থেকে ৪ দিন ধরেই আমাদের এদিকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতো বৃষ্টি এ বছর আর আমরা দেখিনি। বৃষ্টির কারণে বাজারে মানুষজন খুবই কম। ক্রেতা না থাকায় উত্তর অঞ্চল থেকে আনা কাঁঠাল নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছি। সময় মতো বিক্রি করতে না পারলে বড় লোকশানে পড়তে হবে।” 

একই এলাকার রিকশা চালক সলিমুদ্দিন বলেন, “টানা বৃষ্টির কারণে বাজারে মানুষের সংখ্যা খুবই কম। যার কারণে আমাদের আয় কমে গেছে। এছাড়া এভাবে বৃষ্টি চলতে থাকলে আমাদের ভোগান্তির কোন শেষ থাকবে না।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে অতিভারী বৃষ্টি এবং বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।”

ঢাকা/ইমরান/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়