ধর্ষণের শিকার শিশুর পরিবার পেল আর্থিক সহযোগিতা
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (২১ জুন) দুপুরে জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দলটির যুক্তরাজ্য শাখার সদস্য জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে স্থানীয় নেতারা পরিবারটির হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় জাহিদুল ইসলাম পরিবারটির সঙ্গে মোবাইলে কথা বলেন।
আরো পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগ মীমাংসা চড়-থাপ্পড়ে!
ভুক্তভোগী শিশুর মা বলেন, “তারেক রহমান আমাদের মতো অসহায় গরিবের পাশে দাঁড়াবেন এটা কল্পনাও করি নাই। তার আশ্বাস ও সহযোগিতায় আমরা সাহস পেলাম। আশা করি, তারেক রহমান আমাদের পাশে থেকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবেন।”
জাহিদুল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন গণমাধ্যম সূত্রে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। এরপরেই তিনি ভুক্তভোগী শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশ দেন। তাৎক্ষনিক আমি স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আজ শিশুটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন। আইনী সহযোগিতাসহ যেকোন প্রয়োজনে আমরা পরিবারটির পাশে রয়েছি।”
কুষ্টিয়া সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বিশ্বাস, পাটিকাবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিউর রহমান লিটন, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য আব্দুল খালেক, সদর থানা কৃষক দলের যুগ্ম সম্পাদক শিমুল বিশ্বাসসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
গত ১১ জুন সকাল ৯টার দিকে প্রতিবেশী দাদা বিশার (৬৫) বিরুদ্ধে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনা মীমাংসায় সালিশ বৈঠকে বসেন স্থানীয় মাতুব্বররা। তারা অভিযুক্তকে চড়-থাপ্পড় মেরে ঘটনাটির মীমাংসা করেন। এর পরদিন শিশুটি পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা শিশুটির শরীরে ধর্ষণের আলামত পান।
ঢাকা/কাঞ্চন/মাসুদ