যশোরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
যশোরের অভয়নগরে নিখোঁজ চার বছরের শিশু নাদিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা, হত্যার পর ডোবায় শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে।
নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার বাসিন্দা রাজিব আলীর মেয়ে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল নাদিয়া। সকাল ১০ টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি পরিবারের সদস্যরা। আজ শনিবার বিকেল ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে থাকা ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, যে ডোবা থেকে লাশটি উদ্ধার হয়েছে সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার সুযোগ নেই। ধারণা করা হচ্ছে, হত্যার পর শিশুটির লাশ ডোবায় ফেলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/রিটন/মাসুদ