ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৫ জুন ২০২৫  
রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার

অভিযুক্ত কিশোরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে

রাজশাহীতে দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ওই কিশোরের বাড়ি রাজশাহীর কর্ণহার থানার বাতাসমোল্লা গ্রামে। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বেলপুকুর বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালায়।

বুধবার (২৫ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ওই কিশোরীকে উদ্ধারের পাশপাশি কিশোরকে হেফাজতে নেয়া হয়েছে।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, স্কুলে যাতায়াতের পথে ওই কিশোর প্রায়ই ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করত। গত ১৬ জুন সকালে স্কুলে যাওয়ার জন্য ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। পথে কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে থেকে ওই কিশোর এবং তার সহযোগীরা তাকে অপহরণ করে।

এ নিয়ে ২২ জুন কর্ণহার থানায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে অপহরণ মামলা করেন। মামলার পর তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি ক্যাম্পের দল অভিযান চালায়।

র‌্যাব আরো জানায়, উদ্ধার করা কিশোরী এবং কিশোরকে কর্ণহার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।

ঢাকা/কেয়া/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়