ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৫ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৯, ২৫ জুন ২০২৫
প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুরবাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার অভিযোগে তার শ্বশুরবাড়িতে আগুন দিয়েছেন স্বজন ও গ্রামবাসী। 

বুধবার (২৫ জুন) বেলা ১১টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের সোমেদ চৌকিদারের বসতবাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। 

আরো পড়ুন:

আগুনে ওই বাড়ির রান্নাঘর, গোলাঘর ও চার কক্ষবিশিষ্ট ভবনের ভিতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান গণমাধ্যমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার (২৩ জুন) রাতে সোমেদ চৌকিদারের বাড়িতে তার মেয়ে রেশমা বেগমের স্বামী হালিম খানকে পিটিয়ে হত্যা করা হয়। পরে চিকিৎসার কথা বলে হালিমের মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই মরদেহ ফেলে রেখে পালিয়ে যান রেশমা ও তার পরিবারের লোকজন। ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসী। বুধবার সকালে হালিমের স্বজন ও গ্রামবাসী মিলে সোমেদ চৌকিদারের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকা ছেড়ে পালিয়েছেন সোমেদ চৌকিদার ও তার পরিবারের সব সদস্য।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আর যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে পুলিশ তৎপর আছে।

ঢাকা/বেলাল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়