ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড়াল নদীতে ভাই-বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ২৭ জুন ২০২৫  
বড়াল নদীতে ভাই-বোনের মৃত্যু

ফাইল ফটো

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসলে নেমে তিন্নি খাতুন (১১) ও জোবায়ের আহমেদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে তারা মারা যান। ফরিদপুর থানার ওসি হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তিন্নি ফরিদপুর উপজেলার উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলরের মেয়ে এবং জোবায়ের একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, পরিবারের অজান্তে আজ দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে তিন্নি ও জোবায়ের। সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে স্বজন ও এলাকাবাসী। কিছুক্ষণ পর নদীতে তল্লাশি করা হলে তাদের পাওয়া যায়। গোপালনগর সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়