কেওড়া গাছের ডালে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া নদীর চরে কেওড়া বাগানের মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি, গায়ে লাল রঙের চেক শার্ট ও গলায় তুলসীর মালা রয়েছে।
প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ বলেন, ‘‘স্থানীয় কয়েকজন খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পান। পরে স্থানীয়দের বিষয়টি জানান তিনি।’’
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘‘ধারণা করা হচ্ছে মরদেহটি জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া ডালে আটকে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’
ঢাকা/শাহীন/রাজীব