কুড়িগ্রামে সেতুর পাটাতন দেবে আটকে গেল ট্রাক, যান চলাচল বন্ধ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন দেবে পাথর বোঝাই একটি ট্রাকের চাকা আটকে গেছে। এ কারণে সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৯ জুন) ভোরের দিকে ঘটনাটি ঘটে। জরুরি প্রয়োজনে স্থানীয়দের দুধকুমার নদ নৌকায় পাড় হতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সন্ধ্যা থেকে সেতুর সংষ্কার কাজ শুরু হবে।
এলাকাবাসী জানান, আজ ভোরের দিকে সোনাহাট স্থলবন্দর থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক সেতু অতিক্রম করছিল। এসময় ট্রাকের ভারে সেতুর পাটাতন দেব যায়। আটকে যায় ট্রাকের চাকা। ফলে সেতুর দুই পাড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। বিকেল পর্যন্ত সেতুর ওপর থেকে ট্রাক সরানো ও সংষ্কার কাজ শুরু করেনি সড়ক ও জনপথ বিভাগ।
সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক ট্রাক চালক মোবারক বলেন, “আজ সকাল থেকে সেতুর পূর্ব প্রান্তের সড়কে দাঁড়িয়ে রয়েছি। কত সময় থাকতে হবে জানি না। পাশের নির্মাণাধীন নতুন সেতুর কাজ শেষ না হওয়ায় ব্রিটিশ আমলের এই জরাজীর্ণ সেতুতে বারবার একই ঘটনা ঘটছে। দ্রুত নতুন সেতুর কাজ শেষ করে দুর্ভোগ কমানোর দাবি জানাচ্ছি।”
কুড়িগ্রাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান, আজ সন্ধ্যা থেকে সেতুর সংষ্কার কাজ শুরু করা হবে। সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি হওয়ায় চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে। নতুন সেতুর কাজ দ্রুত শেষ হলে এ সমস্যা আর থাকবে না।
ঢাকা/বাদশাহ/মাসুদ