ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৯ জুন ২০২৫  
তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা

তালগাছটি কেটে ফেলায় বাবুই পাখির ছানা মারা যাওয়ার পাশাপাশি ডিমও নষ্ট হয়েছে। শুক্রবার বিকেলে গাছটি কেটে ফলা হয়

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যার অভিযোগে পৃথক দুইটি মামলা হয়েছে। রবিবার (২৯ জুন) ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (২৭ জুন) বিকেলে একদল ব্যক্তি পূর্ব গুয়াটন এলাকার ওই তালগাছটি কেটে ফেলেন। গাছটি ছিল শতাধিক বাবুই পাখির বাসা ও প্রজননের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল।

আরো পড়ুন:

ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, বাবুই পাখির বিষয়ে ঝালকাঠি সদর থানায় মোবারক আলী, মিজানুর রহমান এবং ফারুক হোসেন নামে তিন ব্যক্তিকে আসামি করে ৩৭৯ নং ধারায় একটি মামলা করা হয়েছে। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে একটি মামলা হয়েছে। 

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরো পড়ুন: কাটা হলো বাবুই ভর্তি তালগাছ, শতাধিক ছানার মৃত্যু

স্থানীয়রা জানান, মোবারেক আলী ফকিরের মালিকানাধিন জমির তালগাছটিকে দীর্ঘদিন ধরে বাবুই পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত ছিল। এই গাছে অসংখ্য বাবুই পাখির বাসা, ডিম ও ছানা ছিল। গাছটি মিজানুর রহমান নামের এক ব্যক্তি ক্রয় করে কাটার ফলে প্রায় শতাধিক ছানা ও ডিম ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী মর্মাহত হয়ে পড়েন।

স্থানীয় জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই তালগাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল একটি প্রাণি বৈচিত্র্যের কেন্দ্র। যারা এই কাজ করেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে।”

ঢাকা/অলোক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়