রামগতিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
লক্ষ্মীপুরের রামগতিতে নিখোঁজের পরদিন রাকিব (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) উপজেলার চর আলগী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব ওই এলাকার ফারুকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব মানসিকভাবে অসুস্থ ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে পাশের একটি বাড়িতে কাজ করতে গেলেও সন্ধ্যার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরের নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। তবে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’’
ঢাকা/লিটন/রাজীব